![]() |
আমি নারী : গদাধর বেরা |
আমি নারী
আমি পৃথিবীর সকল সৃষ্টির উৎস।
আমি বিরাজ করি পাহাড়ে, পর্বতে,বনবনন্তরে।
আমি জয়ী
চন্দ্রে কিংবা অন্য গ্রহে অবাধ বিচরণ।
স্বর্গ-মর্ত্য-পাতাল
ত্রিভূবণে
আমি সেই নারী
লক্ষ বছরের রক্ত চক্ষুর ভয়ে ভীত।
অগ্নি পরীক্ষা আমার জন্য ই রচিত।
আমি সিদ্ধl,যোদ্ধা, আরাধ্য
পৌরুষের আস্ফালনে
নারীত্ব হনন করেছো বারংবার।
তবুও হাজlর কষ্টে
পুরুষ জাতির ঠাঁই আমার নিরাপদ জঠরে।
কালীদাস, রবীঠাকুর কিংবা হিটলার।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন