![]() |
মাধবী দাস |
এক পায়ে দাঁড়িয়ে থাকা
তাল গাছ টিকে পেছনে রেখে
ঋজু পথ ধরে হাঁটতে থাকলে
শ্রাবণ মেঘের চোখের তারায়
থইথই জল দেখা যায়--
জলে ভাসতে থাকে একটি নৌকো
নৌকোয় বসে পৌঁছে যেতে পারি
সহজপাঠের ক্ষীর- দই মাখা
তেমাথার আধ-শুকনো সেই নদীটির পাশে
গেরস্থালির উঠোনে যেখানে রান্না ঘরের চালে
তিনটি শালিক ঝগড়া করছে আজও
দুটি বা তার বেশি শালিক নয় কেন
এমন কিছু ভাবার আগেই উঠোনের কোণে
ফুটে থাকা সূর্যমুখী ফুলটি
অতিকথনের পঙক্তিতে
একটা বড় জিজ্ঞাসা চিহ্ন এঁকে দিল--
সেই জিজ্ঞাসা চিহ্ন থেকে
আজও ঝরছে শ্রাবণ ধারা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন