![]() |
চলো পাল্টাই : পুষ্পজিৎ পতি |
পদ্ম ঘাসে বিবাদ কেন?
দেশ সেবা মুখ্য হলে.
শোষণ আর শাসক নেশা,
বিরাজে কি ইহার মুলে?
গোষ্ঠী দ্বন্দ্ব হানা হানি
পোশাক বদল দিচ্ছে ডাক.
মানুষ সেবক রাজার নীতি
মানুষ মেরেই করছে সাফ.
তোমার তোতা গান ধরেছে,
সবুজ রাঙা পালক নিয়ে.
গোউর বেশে লুঠছে যে-দেশ,
মিথ্যে ভাষণ বুক ফুলিয়ে.
জনগনের আবেগ চুরি,
দেশে প্রেমেতে ভুলিয়ে রাজা.
চাঁদের পাহাড় আনবো বলে,
পেঁয়াজ খোসায় আসর সাজা.
ঠান্ডা দেশে পাথর ছোঁড়া,
বিধান কেন দেশদ্রোহীর?
আসল নকল ফারাক কোথায়?
এন-আর-সি তে হিসেব করি.
যুদ্ধ যুদ্ধ খেলায় ভোলা,
আমি দেশের সু-নাগরিক.
তোমরা বাবু আমার ভোটেই,
রাফাল কিনে বনছো বণিক.
আমার বিধান আমি রচি,
তুমি আমার নওতো আপন.
তোমার ঠেলায় অতিষ্ট প্রাণ,
ঘুম ছেড়েছি নিশি যাপন.
পেটের দায়ে পাহারা দেয়,
অজ-গাঁয়ের দামাল ছেলে.
কোল উজাড়ের নেশায় মেতে,
বলতে পারো কি পেলে?
চাঁদা-তোলা'য় অসুখ বিসুক,
ফুর্তি আমোদ পানশালা'তে.
তেলা মাথায় তেলের ঘটি,
উল্টে দাও বাহবা পেতে.
চালাকি সব ধরাই আছে,
কেবল চুপটি করে থাকি.
নিরীহ মনে ঝামেলা এড়াই,
ভেবোনা সব বুঝতে বাকি!!!
সেদিন আর নেই বেশিদিন,
মনে রেখো হৃদয় মূলে.
শিকড় সহ উপড়ে তোমায়,
ফেলে আসবো সাগর জলে.
শ্রীকৃষ্ণ বধ ব্যাধের বানে,
জানো বোধহয় সে গল্পটা.
তুমি তো হায় চুনো-পুঁটি,
বাঁচাবে তোমায় কোন বেটা???
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন