![]() |
ঋদেনদিক মিত্রো |
[ একটা কথা পাঠককে মনে রাখতে হবে, চৌদ্দ লাইন মানে যেমন সনেট নয়, সনেট চৌদ্দ লাইন হবে, কিন্তু ওটাই শেষ নয়, আবার চৌদ্দ অক্ষরের পংক্তি মানেও সনেট নয়, যদিও সম অক্ষরের পংক্তি অনিবার্য ! আবার ইংরেজি সনেটে অক্ষর নয়, word stress মেপে পংক্তি অনিবার্য, --- আবার ইংরেজির পংক্তি stress আলাদা, --- আসলে এতো সংক্ষিপ্ত এর ব্যাখ্যা নয়, সনেট হলো অন্য বিজ্ঞান, এমনকি বাংলা ও ইংরেজিতেও এম -এ পাঠ্যতে সনেট নিয়ে যে-বিবৃতি পড়ানো হয়, তা ভুল বা অপূর্ন ! হয়তো শিক্ষকগণের সেই সুযোগ নেই ! তাই সনেট নিয়ে সঠিক আলোচনা কখনো সুযোগ পেলে করা যাবে! এর সম্মন্ধে যখন সঠিক আলোচনা করা যাবে, পাঠক গন পাবেন নতুন দিশা, সনেট পড়ার জন্য খুঁজে বেড়াবেন ও বিচার করতে বসবেন কার কোন সনেট কেন উন্নত বা দুর্বল, কিংবা কোন সনেট কেন কী কারণে কত অংশ সবল বা দুর্বল ! তখন আবার সনেট নিয়ে না-জানা কবিগনও মুগ্ধ হয়ে সনেট চর্চা করার চেষ্টা করবেন অনেকে! মনে রাখতে হবে, সনেট একটি আন্তর্জাতিক স্বীকৃত বিশেষ কাব্য রস পদ্ধতি! এটি মাইকেল মধুসূদন দত্তের তৈরী নয়, উনি তীব্র প্রতিভা দ্বারা, বাংলায় আমদানি করেছিলেন !
বহু রকম প্রক্রিয়া দ্বারা একটি সনেট নির্মাণ হয়, যার ভিতর উড়ে -উড়ে যাবে একটা ঢেউ, সেই ঢেউতে সম্মিলিত হবে দেহ ও মনের অস্ফুট ব'য়ে যাওয়া ইচ্ছে!
যে-কোনো কাব্য-রূপে সুখের অংক না বুঝলে সেই কাব্য নিরস লাগবে পাঠকের কাছে ! এই বিষয়ে সবাইকে সজ্ঞানে দায়িত্ব নিতে হবে ! আর সেটা না নেবার কারণে অনেক মানুষ সাহিত্য বিমুখ হয় ! সাহিত্য-উপলব্ধির প্রক্রিয়া সঠিক ভাবে জানালে মানুষ বই কিনবে পকেট নিঃস্ব ক'রে !
কিছু ব্যতিক্রমী ঘটনা আছে --- মানে কিছু চিন্তা-অলস নাগরিক এক্ষেত্রে হিসেবে আসবে না, বই দেখলে পালে বাঘ পড়ার মত আতঙ্ক ওদের চলে আসে !ওদের কথা ছেড়ে দিন !
যাক, এবার আমার সনেট পড়ুন !]
-------------------------------------------
🖌️
তুমি আলো ব'লে আমিও হয়েছি আলো--
পৃথিবীর দরবারে, হে বাঙলাভাষা,
কী অফুরন্ত চিন্তন সুন্দর ---- আনালো---
মহাজাগতিক সুখ, করিনি এ আশা !
এতো নিভৃত সৌখিন নান্দনিক ভালো---
তোমার ভিতর, আহা, মেটায় পিপাসা---
অবচেতনার রন্ধ্রে --- যেন চমকালো --
অনুভবে বিদ্যুৎ --- বোঝানো যায় না তা !
পৃথিবীর সব ভাষা শ্রেষ্ঠ --- সমরূপে,
তবুও কোথায় যেন তুমি কি পৃথক?
না হলে তোমার জন্য যে ---- মৃত্যুর সুখে
শহীদ হলো যারা, সে প্রেম কি নিছক?
বিশ্বের ঘরে-ঘরে তোমারি জয়ধ্বনি,
ভেজা চোখে নত হই আমি যে তখনি !
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন