কালাকানুন সংসারে নারী
ওয়াহিদা খাতুন
আত্মবিসর্জন দেওয়া বুঝি সংসার?
অস্তিত্ব সংকট জেনে মুখ বুঝে মানা
লাঞ্ছনা,গঞ্জনায় সংসার-ঘানি টানা;
তাঁবেদারিতে শুধু জীবন ছারখার?
অর্ধাহারী থেকে সকলের আপ্যায়ন;
কাষ্ঠপুত্তল হয়ে মনোরঞ্জন করা;
নির্বিচারে পুরুষের পদতলে পড়া;
অত্যাচারী মহলে অশ্রুচোখে শয়ন !
আপাদমস্তকে কূটুক্তির জ্বালা সয়ে
সদ্ইচ্ছা ত্যাগে চৈতন্যহীন হওয়া;
সতীত্বের নামে পাপের বোঝা বওয়া;
সন্তুষ্টি-নাটক করা নির্যাতন-ভয়ে--
সংসার হলো কী নারী-বন্দী কারাগার--!
দিবারাত্রি চলে তোষামোদি-তাবেদার--!!
রচনাকালঃ--২৭/০২/২০২১ সকাল ৭টা ৫ মিনিট (সনেট নং ৯২)!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন