ধর্ম এখন বর্ম
অজিত বাইরী
ধর্ম এখন বর্ম সবার, মুখোশ সবার মুখ;
সবাই বলে ঘোচাবে তারা জনগণের দুখ।
তারই তাগিদে দুয়ারে সবার
দুঃখ ঘোচাবার দরদী সরকার।
তারই তাগিদে স্বজন-পোষণ
সম্প্রদায় থেকে সংখ্যালঘু তোষণ।
কদাপি পায়নি যারা মানুষের মর্যাদা;
তারাই এখন চোখের মণি, দেবতা।
চর্মচক্ষে দেখেনি যারা এত তোষণ;
গদি পেলেই জুটবে তাদের ভরণ-পোষণ।
ধর্ম এখন বর্ম সবার, ধর্ম এখন বর্ম ;
উদয়াস্ত নেতা-নেত্রী বিষম গলদঘর্ম;
বাচন-বাণে সেঁকে দিচ্ছে নিত্য গাত্রচর্ম।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন