![]() |
যদিদং হৃদয়ং : মৃদুল শ্রীমানী |
বিয়ের দিনেই সন্ধ্যায় বিয়ের রেজিস্ট্রেশন। জয়ন্তীর সাথে গাঁটছড়া বাঁধছে সৌমেন। বিয়ে বাড়িতে ম্যারেজ রেজিস্ট্রার মহিলা এলেন। বিয়ে দিলেন। তারপর সার্টিফিকেট হাতে তুলে দিয়ে পারিশ্রমিক চাইলেন। জয়ন্তী আর তার মা টাকার জন্য এ ব্যাগ সে ব্যাগ হাতড়ে বেড়াচ্ছেন। সৌমেন আর তার বামপন্থী অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা অন্য দিকে চেয়ে আছেন। বিয়ের সকল দায় তো মেয়ের বাড়ির। সৌমেনের বামপন্থী শিক্ষক বাবা তো তাই জেনে এসেছেন। সুতরাং ছেলের বিয়ের রেজিস্ট্রেশনের সব খরচ মেয়ের বাড়ির দেয়।
আমি চেয়ে চেয়ে দেখছিলাম জয়ন্তী নিজের বাবাকে ছবিতে দেখতে দেখতে ব্যাগ হাতড়ে টাকা খুঁজে চলেছে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন