দুর্গতদের পাশে দাঁড়ালেন বর্ধমান শহরের চার যুবক
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী # আমফানে ক্ষতিগ্রস্থ সুন্দরবনের বিভিন্ন এলাকার দুর্গতদের পাশে দাঁড়ালেন বর্ধমান শহরের চার যুবক। শান্তনু পাঁজা, বিকাশ দাস, পুষ্পেন্দু সামন্ত ও অমিতাভ দত্ত - চার অভিন্ন হৃদয় বাল্যবন্ধু গত ২১ শে জুন চাল, ডাল, আলু, সয়াবিন, পেঁয়াজ, স:তেল, মুড়ি , আটা,বিস্কুট এবং নারী, পুরুষ ও শিশুদের জন্য পোশাক-পরিচ্ছদ নিয়ে সুন্দরবনের ঝড়খালি এলাকার এক প্রত্যন্ত গ্রামে হাজির হন। তারপর স্হানীয় মানুষের সাহায্যে প্রায় ৩০০ টি পরিবারের হাতে সেগুলি তুলে দেন। দুর্দিনে খাদ্য সামগ্রী ও পোশাক-পরিচ্ছদ পেয়ে তারাপদ মণ্ডল, সান্ত্বনা মণ্ডল, হরিহর মণ্ডলরা খুব খুশি।
পেশায় ওষুধ ব্যবসায়ী ও 'নীল নির্জনে' ট্রাভেল এজেন্সির কর্ণধার শান্তনু বাবু বললেন - গত ৪ ঠা জুন খাদ্যসামগ্রী দিতে গিয়ে আমফানে ক্ষতিগ্রস্থ সুন্দরবনের মানুষের দুরবস্হা দেখতে পাই । বর্ধমানে ফিরে চার বন্ধু মিলে আবার তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। সারাবছর প্রকৃতির সঙ্গে লড়াই করে এখানকার মানুষরা বেঁচে থাকে। কিন্তু আমফানে এদের ক্ষতির পরিমাণ খুবই বেশি। তাই একজন সচেতন নাগরিক হিসেবে সহনাগরিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।এছাড়া আমার সদ্য প্রয়াতা মায়ের নির্দেশ ছিল - আয়ের একটা অংশ যেন বিপদগ্রস্ত মানুষের কাজে ব্যবহার করি। পুষ্পেন্দু বাবু বললেন - বর্ধমানে ফিরে আমরা আমাদের অন্যান্য বন্ধু ও পরিচিত সহনাগরিকদের সঙ্গে যোগাযোগ করে আরও খাদ্যসামগ্রী সংগ্রহ করব এবং পুনরায় এখানে আসার চেষ্টা করব।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন