সাদা-কালো : মনোনীতা চক্রবর্তী

সাদা-কালো : মনোনীতা চক্রবর্তী
সাদা-কালো : মনোনীতা চক্রবর্তী

 প্রতিটি সাদা আসলে তীব্র জেড ব্ল্যাক।
যা দেখি, আসলে তা দেখানো হয়।
যা বোঝানো হয়, তার বাইরেও কিছু অন্য থাকে...
    যত রঙিন, আসলে জোট বাঁধা সাদা-কালো...
বোকা বানানোর কৌশল...
     আমরা বোকা সাজতে-সাজতে কখন যে সেই পাখিটি সব'টা সাদা-কালো খুলে বলে যায়, আমরা আর বোকা থাকি না...

সমস্ত রঙিন আসলে, তীব্র সাদা-কালো...
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.