![]() |
নিঃশব্দ চিৎকার : ইলোরা বিশ্বাস |
অন্ধকার ঘর আবছা নাইট ল্যাম্পের আলোয় বয়সজনিত কারণে দেখতে পায়না সে
গড়িয়ে পড়া চোখের জল যে জলে এঁকে বেঁকে
ভেসে গেছে সব স্বপ্ন ফুলের রঙ
আর দূরে হেঁটে যাওয়া মিথ্যে জীবন
স্থির দৃষ্টি লেপ্টে আছে ব্যাথারা হৃদয় বিদীর্ণ নিঃশব্দ চিৎকার স্নান ঘরের কলে জল পড়ার শব্দ
ঠান্ডা জলে সব উত্তেজনা স্তব্ধ নেই কোথাও কেউ সব পুড়িয়ে উঠছে ধোঁয়া মিশে যাবে নীলে যেখানে তারারাও পড়বে ঢাকা নিশ্চিন্ত তিমিরে
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন