সোনালী মুখার্জী |
নাই বা হলাম তোর খোলা আকাশ ..
আমি যদি অন্য স্রোতেই ভাসি ..
বুকের ভিতর আগুন রঙা চাঁদ ..
আমি যে শুধুই তোকে ভালোবাসি ...
নাই বা হলো তোর ছন্দে চলা ..
আমি যদি অন্য পথেই চলি ..
তবু আমার হৃদয় জুড়ে তুই ..
তোকেই শুধু "ভালোবাসি "বলি ..
নাই বা আমায় ঘিরলি প্রেমের জালে ..
নাই বা ভালোবাসলি সারারাত ..
এটুকুতেই আমি অনেক খুশি ..
আমার মনে তোর যে গোপন বাস ..
বাড়িয়ে যদি হাত টা শুধু ধরিস ..
তাতেই আমার হৃদয় পাবি খুঁজে ..
ভালোবাসায় রাখবো ভরে তোকে ..
সরিয়ে দিস না ..আমায় ভুল বুঝে ..
আমি যদি একাই চলি পথ ..
নাই বা হলো উজান পথে বাওয়া ..
এখনো যদি বৃষ্টি ছুঁয়ে দেখিস ..
দেখবি আমার মনের মাঝে ..
শুধু তোর ই আসা যাওয়া ...
নাই বা হলাম তোর চির সাথী ..
নাই বা থাকলাম তোর সাথে বাঁধা ??
মনের আকাশে তুই ই ...আমার সাথী ..
জীবন মোদের এক সূত্রে গাঁথা ..
"শুধু তোকে ঘিরেই আমার ভালো থাকা "
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন