![]() |
অরুণ চক্রবর্তী |
মাধবীলতা গাছগুলোর পাশ দিয়ে একসাথে হাঁটতে হাঁটতে ছায়ায় বসে দেখছিলে সূর্যাস্তের ছবি--
গোধূলির সেই রঙ কতটা নিজের সাথে মিল খুঁজে হয়রান
বুকের ভেতর উঁকি দিয়ে সৌরমণ্ডলের পরিধি মাপছিলাম
প্রকৃতি সবসময় কথা বলে খোলাখুলি
পাশে থেকেও খোলাখুলি বলোনি ইচ্ছার কথা
রঙের মিল সারা শরীর দেখিয়ে দিচ্ছিল খোলাখুলি
দেখছিলাম যত কাছে এসেছিলে রঙ তত হেঁটে যাচ্ছে ডান বাম ঘেঁষে
রামধনুর সাত রঙ তোমার আরো বেশী
হাত দুটো গাছের ডালে স্পর্শ করলে চুম্বক টেনে নিত শরীর
উষ্ণতাবোধে স্নায়ুর ভেতর সুর বেজে উঠলে ঘুম আসতো-
এখনো তাই আছো বরং আরো স্বচ্ছ যেমন শরতের নীল আকাশ
তোমার নরম হাতের সাথে আমার হাল্কা উপর যদি একটা রেখা এঁকে দেয়
সুন্দর বর্ণমালায় গাঁথা হয় বিষুবরেখা
অন্য রেখা তখন মিশে যাবে মাধবীলতার গ্রীবায়
শূন্যতা থেকে কাছাকাছি গভীরতা
পূর্ণ দৈর্ঘ্যের এক জ্বলন্ত মেঘমানুষ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন