![]() |
সুকান্ত পাল |
কোথায় সাম্য কোথায় নীতি
দেখেছি কেবলই মিথ্যাচার
প্রতিবাদীমুখ সরব হলেই
সহিতে হবে কি চেড়ির মার?
মধ্যযুগের বর্বরতা
রক্তচক্ষু, লাঠির ঘায়
ছিটকে মায়ের কোলের শিশু
ধূলায় পড়িয়া কান্দিয়া লুটায়।
কত লাঞ্ছনা কত বঞ্চনা
কত গঞ্জনা দীর্ঘশ্বাস
অভিমান বুকে ক্ষুধাতুর মুখে
অকালে ঝরিল কত যে শ্বাস !
বিপ্লব হতে শুনেছি জন্ম
বোনাপার্ট নেপোলিয়ন রাজ
প্রতি-বিপ্লব হানিল কুঠার
সিসিলিতে তার ভাঙিল তাজ।
গর্বে যারা অন্ধ হয়ে
অসহায় বুকে মেরেছে ঘায়
ইতিহাস তারে ফিরিয়ে দিয়েছে
প্রতি আঘাতের প্রতিটি ঘায়।
মিছে এ অর্ঘ্য—পূজা আয়োজন
মিছিমিছি পড়া মন্ত্র
অসাম্যেরই বন্দীশালায়
বন্দিনী গণতন্ত্র ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন