রাষ্ট্র : সুজন মন্ডল

সুজন মন্ডল
রাষ্ট্র

রাষ্ট্র,
সে কেন বারবার!
খবরের শিরোনামে উঠে আসে :
ধর্ষকের ভূমিকায় ।
.
রাষ্ট্র,
সে কেন বারবার!
অমানবিকতার টিপছাপ এঁকে দেয়!
প্রজন্মের পর প্রজন্মের শরীরে—
.
রাষ্ট্র,
সে কেন বারবার!
লিখে দেয় চোখের দেওয়ালে—
ভালোবাসার ভুল সিগনেচার?
.
কেউ কি নেই এখানে?
যে রাষ্ট্রের এই ইমার্জেন্সি চেন—
অন্ততঃ একবার টেনে ধরবে :
ধর্ষক হয়ে ওঠার আগেই ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.