অভাব মনকে চঞ্চল করে : রতন বসাক

 রতন বসাক

 অভাব মনকে চঞ্চল করে 

আমরা সবাই ভালো থাকতে চাই । আর ভালো থাকার জন্য পরিশ্রম করতে হয় আমাদের । পরিশ্রম করলে আমাদের অর্থ উপার্জন হয় । সেই অর্থ দিয়ে আমরা আমাদের সব চাহিদা পূরণ করি । আমাদের সব চাহিদা পূরণ হলে, আমরা ভালো থাকি ও মনে খুশির হাওয়া বইতে থাকে । তখন সবকিছুই ভালো লাগে ।

কিন্তু যখন আমাদের অভাব পূরণ হয় না ও পেটে খিদে থাকে তখন কিছুই ভালো লাগেনা । ভালো জিনিসও তখন ততটা ভালো লাগে না । অভাবের তাড়নায় আমাদের মন এদিক ওদিক ছুটতে থাকে, কোন কিছুতেই মন বসাতে পারি না । তাই কোন কিছুই তখন ভালো লাগে না । অভাব আমাদের মনকে চঞ্চল করে তোলে ।

আমাদের এই পৃথিবীটা খুবই সুন্দর, কেননা আমরা যা চাই তাই পেয়ে যাই এখানে । আর অভাব না থাকলে ও মন খুশি থাকলে পৃথিবীটাকে ছন্দে ছন্দে কবিতার মত লাগে । কিন্তু যখন আমাদের অভাব পূরণ হয় না ও পেটে খিদে থাকে, তখন এই সুন্দর পৃথিবীটাকে মনে হয় যেন নিরস গদ্যের মত । খিদের তাড়নায় দূরের পূর্ণিমার চাঁদটাকেও মনে হয় যেন, একটা ঝলসানো রুটি মতো, হাতে পেলে খেয়ে নিতাম ।

জীবনে অভাব না থাকলে সবকিছুই ভালো লাগে তখন । আর চাহিদা গুলো অপূর্ণ থাকলে ও অভাব যদি বাড়তে থাকে, তাহলে কোন কিছুই আমাদের আনন্দ দিতে পারে না । একটা ভালো গল্প, ভালো কথা, ভালো খেলা কিংবা কোনো ভালো কিছু ; তখন কিছুতেই ভালো লাগে না । যদি আমাদের মনে অভাব বোধ মানে আমাদের মনের চাহিদা গুলো অপূর্ণ থাকে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.