![]() |
মেহেদী পাতা |
এই তাকাও, তাকাও আমার দিকে
কী ভাবছো ?
চিনতে পারলেই ক্যাণ্ডল লাইট ডিনার
প্রেয়সীর ঠোঁটের তাপ, সব জুড়িয়ে যাবে ?
তারারা যখন আলো জ্বালতো
গন্ধ যূঁই এর লতা হয়ে ছিলাম তোমার বুকে
আঁধি ঝড়ে ‘হ্যাঁ' চাপা পড়লো 'না' এর নীচে
মালী তুমি মরে গেলে ।
সাজানো বাগানে অনাদর আগাছা
মাটি খুঁড়ে নতুন গাঁথনি
বেঁচে থাকার সমীকরণ
আমি তোমাকে ছাড়িনি
এখনও জড়িয়ে আছি বিলাসী পাঁজরে
যদি পারো
ছড়িয়ে দাও আমাকে ভালোবাসার বুকে
সে’ই সফলতা
বাকী সব মৃত কবুতরের ডানার ক্লীশে ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন