অমিয় কুমার চৌধুরি |
আমার কবিতায় মেঘেদের নেই ঠাঁই
মেঘেরা বড় চঞ্চল আর ভঙ্গুর স্বভাবের
ওদের নির্দিষ্ট কোন মায়াবী রূপকথা নেই
যখন তখন নিরুদ্দেশ হতে ভালবাসে।
বৃষ্টি ও জল সাদা মেঘের ছদ্মবেশ
মেঘের এই ছলাকলা মোটেও পছন্দ নয়,
এজন্য কবিতা ও মেঘ লুকোচুরি খেলে।
মেঘের ছদ্মবেশ থেকে লাফ মেরে
জল মহানন্দে প্রথমে নালার আশ্রয়ে থাকে
পরে নদীর প্রশ্চয়ে পর্যটনে যায়
তারপর সব ভুলে সমুদ্রের সংসারে দিন কাটায়।
কবিতায় তখন শূণ্যতার কষ্ট ছটফট করে
মেঘের কষ্ট বিতরণের ছলাকলায় না থেকে
শুধু মেঘ ভেঙ্গে বৃষ্টির শব্দ কবিতা করে পছন্দ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন