![]() |
এক
কত ঘাম ঘেমেছি এখনো
পাথরের ঠোঁট থেকে শুষেছি জল, খনিজ
আড়চোখে দেখেছি প্রতিবিম্বের ভাঁজ
আমি থেকে বেরিয়ে আসার আগে
কটা কবিতা লিখে রেখে যাব? ছায়ারও তো ছায়া থাকে
যা ছন্দ মানে না, ভাষা
তার দিকে রেখে যাব গান
কত সুর হারিয়েছি
কত সুর হারিয়েছে আমাকে, কতবার
তবু, হেরে যাওয়া সাধক খুঁজে দেখো
অভ্যেস থেকে বেরোবে না,
বেরোতে পারে না সে আর
দুই
অসুস্থ হয়ে আছি সরলরেখা বরাবার
চারপাশে ছাই উড়ে যায়
আপাতত একা ও একা
তবু কেন বেঁচে থাকতে ইচ্ছে হয়, জানি না
ডান ও বামের মাঝে যে যতিচিহ্ন the
তাতে দাঁড়িয়ে থাকতে পারেনি কেউ
পারি না
অনবরত এপাশ ও ওপাশের চরম দুলুনিতে
বিদ্ধস্ত বিধবার মতো
ডুবে যাই ভাঙনের সাথে
আমাদের পরিচিত পৃথিবীতে
সম্পূর্ণ ফাঁকা কোনো মাঠ পেলাম না
দিগন্তের দুপাশে সময়ের দাগ
বারবার মুছে যায়, ভেসে ওঠে
এত শব্দের পর শব্দগুলোকে একা হতে দেখি
ছাই উড়ে যায়, অসুস্থ পড়ে থাকি, একা
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন