সনাতন ধর্ম নিয়ে বাংলা ও ইংরেজি কবিতা
ঋদেনদিক মিত্রো
[For research: Bengali & English poems on The Sanatana Dharma i.e. Eternal Religion, By Ridendick Mitro ]
কবিতা : সনাতন ✍️ ------------------------
ঋদেনদিক মিত্রো
মুক্ত হাওয়া,
মুক্ত পাওয়া,
মুক্ত কথা,
নীরবতা,
মুক্ত হৃদয় --
কী দিগ্বিজয়,
মুক্ত জীবন,
মুক্ত সৃজন,
তুমি-ই সনাতন!
কবে তোমার শুরু হলো,
কোথায় হবে শেষ,
তোমার ধারায় বয়ে যেতে চায় --
বিশ্বে সকল দেশ,
গ্রহ গ্রহান্তরে যত ---
জীবের জগৎ আছে কত,
মেধার বিকাশ আছে যেথায়,
তোমার প্রকাশ আছে সেথায়,
তুমি মানেই বিশ্বজনীন
অনুভূতি সম্ভ্রম,
তুমি-ই সনাতন!
এই পৃথিবীর মাঝে এতো
ধর্মে-ধর্মে যুদ্ধ,
তুমি তখন অশ্রু ঝরাও---
হয়েছো বাকরুদ্ধ,
সবাইকে দাও জানিয়ে তখন:---
ধর্ম সেটাই --- যা মনোরম,
ধর্ম মানে জ্ঞান ও চিন্তা,
বিচার শক্তি, গভীরতা,
ব্যাপ্তির নীলে অসীমে দৃষ্টি,
যা কিছু চিরন্তণ,
সেটাই সনাতন!
এই জীবনের সুখ ও দুঃখ,
কোনটা তুচ্ছ, কোনটা মুখ্য,
কোনটা তোমার, কোনটা আমার,
দুচোখ বুঝলে সকলই আঁধার,
কে এই "আমি" একটি বিন্দু,
কখনো তা হয় সাগর সিন্ধু,
কখনো তা হয় মহাজিজ্ঞাসা --
কেন বা নিলাম --- মনুষ্য জনম!
এসব বুঝতে এসব খুঁজতে---
জ্ঞানের গভীরে জেগেই উঠতে---
তুমি-ই সনাতন!
প্রতিটি প্রাণে রয়েছেন তিনি,
তিনি মানে সেই নামী বা অনামী,
আস্তিক বলে --- ঈশ্বর,
আর নাস্তিক বলে --- শক্তি,
সব বিশ্বাস, অবিশ্বাসের---
ভিতরে আছে যে-ভক্তি,
তুমি-ই সনাতন!
তোমাকে বুঝিনা, তাই এতো জ্বালা,
তাই এতো খেদ, কষ্ট,
তুমি হলে প্ৰিয় সূর্যোদয় ও
সুদূরে সূর্য-অস্ত!
তুমিই শূন্য, তুমিই তো মাটি,
তুমি জীব ও জড় -- সৃষ্টির সাথী,
তুমিই বিন্দু অজানা একম,
তুমি-ই সনাতন!
যে যেখানেই সত্যকে চায়,
প্রতিবাদ করে দেখে অন্যায়,
মিথ্যাকে বলে মিথ্যা,
অন্তরে যার সংযম,
সেই হলো সনাতন!
তুমি দেহ-প্রেম, মন ও মরম,
কতকি অজানা করেছো বহণ,
মুক্ত আলোয় তুমি চিন্তন,
আয়নায় তুমি প্রতিবিম্বন,
তুমি-ই সনাতন!
ভিন্ন রুচিতে তুমি দাও সায়,
ভিন্নতা যেন না হয় হিংস্র,
সেই ভিন্নতা মিলে মিশে যায় ---
যে-আঁধার থেকে এসেছে বিশ্ব,
কত গ্রহ, তারা, ছায়াপথ দিয়ে --
অসীম সময় সাথে বেঁধে নিয়ে--
"সুন্দর" বলে কী এক শব্দ--
জেগে থাকে বিষ্ময়,
জেগে থাকে দিন, জেগে থাকে রাত,
সৃষ্টি এবং ক্ষয়,
প্রতি কীটে আছে কত জিজ্ঞাসা,
মানুষ-রূপ তো কীট,
মহাবিশ্বের মাঝে তো সবাই ---
তুচ্ছ জীবন ঠিক,
তবু কল্পনা, স্বপ্ন, ও চাওয়া --
সব কিছু নিয়ে নিশ্বাস-হাওয়া,
উত্তরহীন অনন্তে যাই---
অনুভবে ভেসে-ভেসে,
কেন আসি আর কেন চলে যাই--
কটা দিন কেঁদে হেসে?
এতো কিছু ভাব-ভাবনাটা এলে--
সকল ধর্ম ---- হিংসাকে ফেলে ---
হয়ে যায় হাওয়া পাখী,
কে এই আমি, কে ওই তুমি,
লাখো প্রশ্নের অন্ধকারে--
এক একটি জোনাকি!
এসো তাই ভেবে--
উঠি সব জেগে--
ধর্মটা হোক সম্ভ্রম,
যার নাম সনাতন!
-----------------------------------------
( 09:35 সকাল, 2 মার্চ 2021, A Bengali Poem : Sanatan i.e. Eternal Religion, by Ridendick Mitro, India)
বিঃদ্রঃ
: কবিতাটি মুক্ত ঘূর্ণন ছন্দে মিশ্র পংক্তির অন্তমিলে লেখা ! নিরপেক্ষ
অনুভূতির মানব সত্ত্বাকে বোঝানোর জন্য লেখা! বছরের পর বছর চেষ্টা করেছি
সনাতন এর ওপর আকর্ষণীয় কবিতা লিখতে, যেমনটা অন্য কবিতার ক্ষেত্রেও চেষ্টা
করি! সনাতন নিয়ে কবিতা লিখেছিও প্রচুর !প্রকাশ করতে চাইনি ! ইংরেজিতে এই
বিষয় নিয়ে অন্য প্রকাশ করলেও, বাংলায় করিনি! না, আমি অনুবাদ করিনা, দুটো
ভাষায় আলাদা করে লিখি ! এটি তাই আলাদা বাংলা লেখা! এটাই মনে হলো প্রকাশ
করার যোগ্য! প্রকাশ করলাম! পাঠক পাঠিকার ভালো লাগলে শ্রম ধন্য!
----------------------------------------------------------
আমার
ইংরেজি কবিতা " The Sanatana Dharma " কবিতাটি বাংলায় আমার লেখা "সনাতন"
কবিতার অনুবাদ নয়, তবে ওই অনুভূতি নিয়ে সেটাকে নতুনায়ন করে নতুন করে লেখা,
দুটোই আলাদা ও মৌলিক! একই বিষয়ের ওপর কবিতা বলে ভাবনার মিল কিছু আছে একটার
সাথে আর একটার, কিন্তু frame আলাদা, এবং স্বাদ পৃথক! সনাতন ধর্মের ওপর এই
দুটো কবিতা দুটি ভাষায় স্থায়ী ভাবে নির্বাচিত করা হলো!
-----------------------------------------------------------
Poem : The Sanatana Dharma 
(The Eternal Religion)
---------------------------------
Ridendick Mitro
Free walk ---- go,
Free talk ----say,
Free power blow,
And see the sunny Day,
The scene full of charm,
It is Sanatana,
The Eternal Religion.
Why do we come to light,
Who made us beautiful eyed,
Who offer us sense of pleasure,
And who make us feel
Like a great container?
Ask it in the sense of Dark,
Nothing is there to touch a mark,
It is Sanatana.
No fight is admitted among religions,
Humankind is one family
One another relation.
Feel something in the new moon,
Dark is nothing but an interesting gloom,
Where does it peep the story of life
and after life?
Dreams and needs are gotten by lives---
Interesting sight,
Everything is a cool question --
And it gives deeper information,
It is Sanatana.
What does it mean by Sanatana
to claim?
It is being called Eternal Religion?
It is being asked again and again---
What's its utility in life?
I say, it signifies civilization's right.
What do you mean by perfection
And Imperfection to claim,
What does it meant by
Comfort and pain,
Thinking power sinks into a
restless term,
Ask yourself and something learn,
It is Sanatana.
The Eternal Religion.
If you find a new planet of lives,
Where aliens are living you see,
Sanatana is there be followed,
That for, they practice eternity.
Fly as a bird and win the world free,
Be a pedestrian keep walking,
Halt in the tree-shadow in the journey,
Think of varieties in the feeling,
It is Sanatana.
We claim something that is mine,
But what is there to be my thing?
In a little sleep everything is dark,
That what an unquestionable realm?
What is the difference between
love and hate?
It is an exceptional sensitive state,
Straight spine species human
holds special confidence,
And to feel anything there is no fence,
And what a mystery it is in the universe!
The sense of love and hate,
Also blessing and curse,
All of them what a mystery
in the universe!
The Man is proud of merit
and body shape,
They claim to be great.
They display past, present and future,
Lives are alive in water, soil and air,
Soil gives birth everything the story rare,
It is Sanatana.
In the great nothingness
There is something called
smile and cry,
We arrive in the shape of life
And good bye,
And we advice one another --
never tell a lie!
It's the fundamental state of human
In the vastness of universe,
The existence of human represents
Then something, the best glorious,
Feel it and entertain in a deep version,
It is Sanatana, the Eternal Religion.
Every insect has its language
and feelling,
Every man is like an insect or viras
In the universal meaning..
But, there is such thing clears over all,
Man likes an open window
In a silent call.
Man can rescue any life from danger,
And knowledge is the actual stranger,
In dark man finds
the lesson of unknown,
What things are visible and invigible
In a different application?
Oh man, when you think of it
you are only air,
You are a structure of infinity there,
And if you are a good person rare,
You are Sanatana.
And there's the starry sky
the unique gift,
With them at night you deeply meet,
It is Sanatana.
------------------------------------------------------
( 3-4 March 2021)
N.B:
Ridendick Mitro, India, is a poet, novelist, lyricist, columnist
seperately in English & Bengali professionally, lyricist of "World
Anthem --- we are the citizen of the Earth ", " Corona Anthem 2020
official bengali song" etc, published about 20 names of books from
several publications upto 2020. The poem " The Sanatana Dharma " in
English is not the translation of his Bengali poem "Sanatana" . But,
the stream of thought is same in different styles of expression, in that
poems of different languages. This two poems get finalized in the two
languages by the poet's decision. The two poems join each other in same
trend of thought and remarks, so, have been published jointly. In this
case the English work is a continuation of the Bengali work formally
that Bengali work was done at first incidently.
----------------------------
*** Any typing mistake if found, forgivable.
Actually it has been exposed here the definition of Sanatana, i.e.
eternal religion, according to the ideas of the poet, readers should
feel it. May be it is opposite or similar to other's belief in the
places.
---- Editor : www.banglasahityo.com
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন