সনেট কবিতা ‘ভাঁটফুল’ কবি ওয়াহিদা খাতুন-এর লেখা


ভাঁটফুল

ওয়াহিদা খাতুন

নিশিকালো বনাঞ্চলে দোলে ভাঁটফুল ;
চন্দ্রেভেজা তন্দ্রামেখে সুগন্ধি ছড়ায়--
স্রষ্টা শিল্পীর কুদরতির মহিমায়--
বসন্তের স্তন্যেভিজে হয় সে আকুল ;
কুহুতানের আলিঙ্গনে দুলিয়ে মাথা--
প্রকৃতি-ঔরষে ভিজে কিযে সুখে ভাসে;
বনানীর প্রান্ত জুড়ে মিটিমিটি হাসে;
তারুণ্যের মানচিত্রে আঁকা কচিপাতা--!
বেহুলার প্রেমকাব্য পত্রপুঁথি-তলে--
অসংখ্য নক্ষত্র হয়ে ফটো বনোমাঝে;
ধরিত্রী-আসর মাতে নিশিভরা সাঁঝে;
মুক-জবানী আজো গাঙুর-কথা বলে--
 তোমারি সৌন্দর্যে ডুবেছে হৃদয় কুল--!
বশিকৃতা হয়েছি লাবণ্যে-ভাঁটফুল--!!

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.