ভাঁটফুল
ওয়াহিদা খাতুন
চন্দ্রেভেজা তন্দ্রামেখে সুগন্ধি ছড়ায়--
স্রষ্টা শিল্পীর কুদরতির মহিমায়--
বসন্তের স্তন্যেভিজে হয় সে আকুল ;
প্রকৃতি-ঔরষে ভিজে কিযে সুখে ভাসে;
বনানীর প্রান্ত জুড়ে মিটিমিটি হাসে;
তারুণ্যের মানচিত্রে আঁকা কচিপাতা--!
অসংখ্য নক্ষত্র হয়ে ফটো বনোমাঝে;
ধরিত্রী-আসর মাতে নিশিভরা সাঁঝে;
মুক-জবানী আজো গাঙুর-কথা বলে--
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন