![]() |
খাই খাই তন্ত্র : মৃদুল শ্রীমানী |
ঘেউ ঘেউ করো কেন
এসো বসো আহারে
এঁটো কাঁটা আছে কিছু
খেতে দেব তোমারে
সকালে খেয়েছি পিজা
চিংড়ির কাটলেট
গুঁড়ো পড়ে আছে তারই
খেয়ে নাও ভরপেট
দুপুরে মটন কারি
কোর্মা ও কোফতা
গিন্নি ম্যাজিক জানে
খেয়েছি যে পুরোটা
প্লেটটা হয় নি ধোয়া
তুমি যদি চেটে নাও
মনটা শান্তি পাবে
জেনে যাবে রুচিটাও
বিকেলে পরোটা দিয়ে
কাবাবটা গোস্ত
মোড়কে গন্ধ আছে
সেটাই যথেষ্ট
কি বলো হে
পেটে তোর কিছুটা সলিড চাই?
বেশি খেলে টেঁসে যাবি
সেটা মনে রাখা চাই।
যা দিচ্ছি চোখ বুজে
খেয়ে নে রে, খেয়ে নে
ঘেউ করে ডাকো যদি
ফেঁসে যাবে আইনে
রামা আছে, শ্যামা আছে,
আর কেউ চাই নে,
ভুঁড়িটা ফাঁসিয়ে দেব
যদি বলো খাই নে।
যা দিয়েছি মুখ বুজে
খেয়ে নিবি খুশিতে
নইলে মারব লাথি
ঠিক তোর পেটেতে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন