![]() |
কিশলয় গুপ্ত |
তোমার কাছে ইচ্ছেগুলি পালতোলা
সদর আছে হাটখোলা
ভিনবাতাসে আসুক কোন সাঁঝ বেলায়
ধূলিমাখা- উস্কোখুস্কো পথভোলা
তোমার কাছে উড়ন্ত ঘর পরদেশী
প্রশ্ন তো নয় খুব বেশি
দাঁড় টানা আর রাতকানারা পংক্তিতে
তাই কি ভাবো প্রেম জমানা আজ শেষই?
তোমার কাছে স্বপ্ন আছে বন্ধকে
শুধাও গিয়ে অন্ধ'কে
ভালোবাসায় শ্বাস রেখেছি এই দোষে
জাহান বলুক কে ভালো আর মন্দ কে
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন