পিনাকী চৌধুরী # চার দিন আগে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ! মূলত তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় এবং অস্ত্রোপচার করতে হয় ! তবে তার আগে প্রণব বাবুর করোনা রিপোর্ট পজিটিভ আসে ! কিন্তু বর্তমানে তিনি গভীর কোমায় আচ্ছন্ন । চিকিৎসায় সেই ভাবে সাড়া দিচ্ছেন না । দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মেডিকেল বুলেটিনে বলেছে যে, " ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার সেরকম কোনো উন্নতি হয়নি, তিনি গভীর কোমায় চলে গেছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।" তবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির এ হেন শারীরিক অবস্থা নিয়ে প্রচুর পরিমাণে গুজব ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে অসংখ্য ভুয়ো খবর ! স্পষ্টতই প্রণব মুখোপাধ্যায়ের পরিবার এবং ঘনিষ্ঠরা এইনিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গত বুধবার এবং বৃহস্পতিবার প্রণব বাবুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে , যা কিনা সম্পূর্ণ গুজব ! প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এক ট্যুইট বার্তায় জানিয়েছেন যে, " আমার বাবা এখনও জীবিত। তাঁর শরীরে রক্ত সঞ্চালন, রক্ত চাপ স্থিতিশীল। তবে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু সংবাদ নিয়ে গুজব এতটাই ছড়িয়ে পড়েছে যে, প্রণব বাবুর ঘনিষ্ঠ মানুষজন বাংলাদেশ থেকেও ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে দুঃসংবাদটা যে কতোটা দিশেহারা করে দিয়েছে তাঁর পরিবারকে, তার প্রমাণ পাওয়া যায় প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের কথায় ! মূলত শর্মিষ্ঠা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তাঁর বাবার মৃত্যু সংবাদ সম্পূর্ণ রূপে গুজব, এবং তিনি এও অনুরোধ করেন যে, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে কাউকে ফোন না করতে !" শর্মিষ্ঠা বলেন যে, সবসময় হাসপাতাল যাতে ফোনে যোগাযোগ করতে পারে , সেজন্য ফোন ব্যস্ত না রাখাটাই শ্রেয় !" এদিকে বীরভূমের জপেশ্বর মন্দিরে প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়ছিল !
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন