হেলাল হাফিজ বাংলাদেশের কিংবদন্তি কবি : রুদ্রসাগর কুন্ডু

হেলাল হাফিজ বাংলাদেশের কিংবদন্তি কবি : রুদ্রসাগর কুন্ডু

হেলাল হাফিজ বাংলাদেশের কিংবদন্তি কবি : রুদ্রসাগর কুন্ডু

১৯৪৮ সালের ৭ অক্টোবর বাংলাদেশের নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। পিতা, খোরশেদ আলী তালুকদার। মাতা, কোকিলা বেগম। হেলাল হাফিজ ১৯৬৫ সালে মাধ্যমিক পাশ করেন। ১৯৬৭ সালে নেত্রকোনা থেকেই উচ্চমাধ্যমিক পাশ করেন। এই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন।

১৯৮৬ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার ব‌ই, ‘‘যে জলে আগুন জ্বলে’’ ব‌ইটি প্রকাশিত হলে হৈচৈ পড়ে যায় সাহিত্য মহলে। এর পর প্রায় ২৬ বছর পর দ্বিতীয় ব‌ই ‘‘কবিতা একাত্তর’’ প্রকাশিত হয়, ২০১২ সালে।

২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

এবার আসি শিরোনামের কথায়। বাংলা কবিতায় যে কজন কবি জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটেছে অনিশ্চয়তার সমুদ্রে, তাঁদের মধ্যে অন্যতম হেলাল হাফিজ। আমরা কবি ‘‘বিনয় মজুমদার’’-এর কথা জানি। যিনি শুধু কবিতা লেখার জন্য জীবনকে আজীবন বেঁধে রেখেছিলেন কবিতার সংসারে। পাঠকের কাছে, সাহিত্যের কাছে আজন্ম অভিমানের খেয়ায় আর একজন কবিতার নভোচারির কথা আমরা জানি, তিনি ‘‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’’। এমনতর কবিদের সংখ্যা নেহাত কম নয় বাংলা সাহিত্যে। আর সে জন্য সমৃদ্ধ হয়েছে বাংলা কবিতার সমাহার।

মুড়ি মুড়কির মতো কবিতার বই বের করে সস্তার বাজারে নিজেকে বেঁচতে নামেননি কোনো কালে। প্রথম কবিতার বইয়ের সমস্ত কবিতা জনপ্রিয়তা পেয়েছিলো আকাশচুম্বী। তথাপি, কবিসুলভ অহংকারে ঔদ্ধত্বে অন্ধ হয়ে যাননি।  আজকের সময়ে প্রতিটি সাহিত্যসভায় গুরুগম্ভীর কাব্য দ্যোতনার এমন নিদর্শন আর কোথায়?

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.