![]() |
সিদ্ধার্থ সিংহ |
চার লাইনের এক ডজন কবিতা
সিদ্ধার্থ সিংহ
১.
পাক্ষিকের রঙিন প্রচ্ছদে নাম দেখে ভাবতেই পারো
ছেলেটা পোষ মেনে গেছে
আরে বাবা, যে উড়তে জানে
সে কখনও পোষ মানে!
২.
মেয়েদের বড় অস্ত্র
কান্না
দেখেও টলেনি মন
কার না!
৩.
প্রত্যেক দিন অন্তত কিছুক্ষণ খালি পায়ে হাঁটুন
না হাঁটলে
অভিমানে
পায়ের তলা থেকে একদিন মাটি সরে যাবে।
৪.
যতই দেখতে চাও
দ্রৌপদীর গড়ন,
কোনও মঞ্চেই হবে না
তাঁর বস্ত্রহরণ।
৫.
সাপুড়িয়া ধরলে সাপ
ফোঁস নেই,
প্রেমে যদি মিথ্যে বলো
দোষ নেই।
৬.
এক এক ঈশ্বর
এক এক রকম ফুলে তুষ্ট,
এতটুকু বাগান আমার
এত রকমের ফুল ফোটাই কী করে!
৭.
স্বামী থাকতে যে বউ
অন্য পুরুষ ধরে,
তার কখনও ঠাঁই হয় না
ছাউনিওয়ালা ঘরে।
৮.
সুনীলবাবুকে কথা দিয়েছিলেন অনেকেই
তাই তিনি লিখেছিলেন---
কেউ কথা রাখেনি।
আর আমাকে তো কেউ কথাই দিল না!
৯.
কোনও লাভ নেই
ঠিকুজি-কুষ্ঠি দেখে,
নিজের জীবনী
মানুষ নিজেই লেখে।
১০.
যে দিন হয় খুব
কথা কাটাকাটি,
সে দিনই মধ্যরাতে
প্রেম ফাটাফাটি।
১১.
এত ঘৃণা, এত যন্ত্রণা
এত অপমান ছিল কই?
ভালবেসেছি, ভালবেসেছি
তাই সব সই, সব সই।
১২.
যে বউ বেনারসি পরে
রান্না করে এক পদ,
তার মা-ই কেবল জানে
মেয়ের কী বিপদ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন