এস.বি.এস.টি.সির নতুন চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী


এস.বি.এস.টি.সি-এর নতুন চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী

সাগর কুন্ডু # দায়িত্ব পাওয়ার পর প্রথম আসানসোল এস.বি.এস.টি.সি বাস ডিপো ঘুরে দেখলেন এস.বি.এস.টি.সির নতুন চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী। বৃহস্পতিবার তিনি আসানসোলের জুবিলি এলাকায় এস.বি.এস.টি.সির বাস ডিপোটিতে আসেন। কথা বলেন বাসের কন্ডাক্টর ও চালকদের সঙ্গে। বাস চালাতে গিয়ে  অসুবিধার কথাও জানতে চান তিনি । ডিপো ইনচার্জ দেবেশ সরকার বলেন, চেয়ারম্যান এসেছিলেন, দেখে গেছেন  ও আমাদের সাথে কথা বলে গেছেন। সি.এনজি নিয়ে সমস্যার কথা আমরা জানিয়েছি।


অপরদিকে চেয়ারম্যান দীপতাংশু চৌধুরী বলেন, ``মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দায়িত্ব দিয়েছেন,
দায়িত্ব নেওয়ার পরে  আসানসোলে প্রথম ডিপো পরিদর্শনে এলাম। আমার রাজনৈতিক জীবনও আসানসোল থেকে শুরু হয়েছে। আশাকরি সবকিছু সুন্দর ও সাবলীলভাবে চলবে।'' 

এ সময় আসানসোল পৌরসভার মেয়র জিতেন্দ্র তেওয়ারী, দীপতাংশু চৌধুরীর সঙ্গে ছিলেন। 
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.