বৃষ্টি প্রথম বিষাদসিন্ধু
সুকুমার সরকার
প্রেম আর মরুর বালি একাকার করে
প্রথম যেদিন বৃষ্টি নেমেছিল আরব বেদুঈনের চোখে
সেদিনই রচিত হয়েছিল অনিন্দ্যসুন্দর একটি মহাকাব্য
ঝড়ের উঠপাখি বালিতে মুখ লুকিয়ে
সেদিন বুঝতে পারেনি অনিন্দ্যসুন্দর
তোমার সেই মহাকাব্যিক সুর ।
হুদহুদ পাখির কণ্ঠে কেবল গীত হয়েছিল সকিনার কান্না !
বুকের মধ্যে খর্জুর বৃক্ষের কন্টক
প্রতিমুহূর্তে বিদ্ধ করে চলেছে তৃষিত প্রেমিক হৃদয় !
এই একুশ শতকে আবার কেন বিষাদসিন্ধু
আবার কেন মহাকাব্যিক ধারাভাষ্য পাঠ ?
সকিনা তো নিতান্তই এক ক্ষুদ্র মানবী চরিত্র
মরুর বালির গৃহে কোনো এক মরু বালকের প্রেমবাহু বন্ধন
এইটুকুই তো চাওয়া ছিল তাঁর
তারজন্য আবার একটি মহাযুদ্ধ ?
যেভাবে মন্দির মসজিদ ভাঙো
সেভাবে তো প্রেম ভাঙা যায় না
খর্জুর বৃক্ষের কন্টক বুকে ধারণ করেও
হাজারো সকিনা বেরিয়ে পড়বে ঘর থেকে
হুদহুদ পাখির কন্ঠে ধ্বনিত হবে মানুষেরই প্রেমগাথা ।
ভালোবাসার ঈশ্বর দায়বদ্ধ থাকবে মানুষের কাছে ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন