![]() |
কর্ণধর মন্ডল |
রাতের বেলা ধুরুব'তারা হই যে দেখে দিশাহারা,
জ্বলছো তুমি মিটিমিটি নীল গগনের বুকে।
হইযে দেখে মন-মুগ্ধ তুমি বড়ো শান্ত-স্নিগ্ধ,
তোমায় নিয়ে ভেসে বেড়াই আজানা কল্পলোকে।।
উত্তরের ওই আকাশ জুড়ে,
প্রজ্জ্বল্য-উদ্বীপ্ত আলোয় বৃত্তমান।
তারাদের মাঝেই তুমি সেরা,
রাতের আকাশে পথের দিশায় প্রজ্জ্বল্যমান।।
যুগ যুগ ধরে রাতের আকাশে এমনি করে,
দিয়েছো দিব্য-জ্যোতি আপন স্নিগ্ধ সুধা ঢেলে।
সপ্ত-ঋষির পারের কান্ডারী তুমি,
মহাকাশ জুড়ে দীপ্তিলোকে নক্ষত্র মণ্ডলে।।
রাতের নাবিক পায় যে পথের দিশা,
সাগর বক্ষে তোমার স্থিতি অনুসরণ করে
অজানার খোঁজে দিতে পাড়ি,
তোমার বিরাজিত দীপ্ত-আলোকের তরে।।
তারাদের মাঝে তোমার শ্রেষ্ট জ্যোতি,
দিব্য আলোর অধিকারী হয়ে থাকবে চিরকাল।
তোমার দরশে তোমার আলোক পরশে,
কেটে যাবে এই পাষাণ ধরণীর অভিশপ্ত মহাকাল।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন