ডাইয়েরির একটি পাতা
মন্দিরা মন্ডল
ঘরে কিছু কারনে টাকা বাবা চাইতে আসে।
এই প্রথমবার আমি পার্স খুলে দেখলাম,
আমার ব্যাগে টাকা নেয় খুজে দেখলাম কোথাও পেলাম না।
বাড়িতে সবজি-টবজি কেনার টাকা,
মাঝে মাঝে আমার কাছে নিলেও আজকেরটা
একদমই অন্যরকম ছিল।
আলুরদম ওয়ালা কাকুটার কাছে,
আজকে দু-টাকার আলুরদম কিনতে গিয়ে
দেননি। আগে কত্তো নিয়েছি!
কি করে দেবে? এখন আলু দাম,
আলু প্রায় পঁয়তাল্লিশ টাকা কিলো।
টাকাপয়সা এর সমস্যাটা নাহ একটা,
একটা সাংঘাতিক সমস্যা! পড়ানো
শুরু করবো ভাবছি। হবে কি করতে?
চেষ্টা করে দেখা যেতেই পারে। আবার
ওনারা বলছিলেন, দেখাযাক!!
ইচ্ছে থাকলেও, অনুমতির অভাব,
অর্থনৈতিক, দরিদ্রতা সাংঘাতিক মারাত্মক
সমস্যা। টাকার জন্য কাজের ফটো-কপি করতে
গিয়ে আজ পর্যন্ত আমি এত্তো কোনদিন কখনো কখনও ভাবিনি।
শুধুই ভাবছিলাম, ব্যাগে টাকা আছে তোহ?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন