স্বপ্নিল
তাপস কুমার বেরা
স্বপ্নিল -
ইংরিজিতে এম .এ . , বি .এড . |
না -
চাকরী পায় নি
কোথাও কোন |
তবে -
অনেক ছাত্র ছাত্রী পড়াতো |
বাবা মার
এক মাত্র সন্তান |
বয়স -
তিরিশ কি ,
বত্রিশ হবে |
হঠাৎ এক দিন
সবাইকে অদ্ভুতভাবে
বিমূঢ় করে দিয়ে
আত্মহত্যা করল
পুরনো বাড়ীর
পাশ্চাতে |
গাছের ডালে
গলায় দড়ি দিয়ে
ঝুলতে দেখা গেল
মৃত্যুকে বরণ করে |
পড়ে রইল
অসুম্পূর্ণ নতুন পাকা বাড়ী |
কিন্তু -
কেন সে মারা গেল ?
আত্মহত্যা ?
না কি ষড়যন্ত্র ?
কার উপর
এত বেহিসাবী অভিমান ?
আচ্ছা -
সমাজ হয়তো
ওর জন্য বেশী কিছু করতে পারে নি |
তবু -
ওর কি
কোন দায়িত্ব ছিল না ?
ওর এই মৃত্যুতে
ওর কি লাভ হল ?
বাবা মার কি থাকবে ? -
এক বুক শুন্যতা
আর
সামনে অজানা অন্ধকার |
যারা পড়তে আসত দলে দলে ,
তারা কি শিক্ষা পাবে
জীবন গড়ার ?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন