শিকারী
নানজীবা বিশ্বাস শ্রেয়া
তীরবিদ্ধ জিরাফ দেখেছো? কিংবা হরিণ ছানা?
যন্ত্রণাতে ছটফটালেও, জানান দেয়া মানা!
কিসের যেন বারণ সাধন,
ভীষণ গোপন রাখা!
ব্যাথায় কাতর অসার দেহে,
অসহায় চেয়ে থাকা!
মাঝরাতের এই একলা ঘরে
আমিও দেখছি ওই,
প্রাণীর আঘাত প্রাণীই বোঝে,
পাষাণ তো আর নই!
তবু এ বেশ গোলমেলে, আর নিছক মিথ্যে রায়
শিকারীরও প্রাণ আছে, আছে শখপূরণে সায়!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন