চাই না তেমন কিছু এ জীবনে আর
প্রতিদিন দেখি যেন নতুন প্রভাত
লক্ষ্য সে বেঁচে থাকা যেকোনো প্রকার
দুই বেলা চাই শুধু দুই মুঠো ভাত।
উলঙ্গ কত রাত বিনিদ্র কাটে
কেউ এসে করে তার লাজ নিবারণ?
অঙ্গে ভূষণ মোর চাই না মোটেও
শুধু যেন গায়ে থাকে একটু বসন।
অসীম আকাশ তলে প্রশস্ত থান
তারই এক কোণে থাকি নেইতো বিষাদ
রোদ জল শীত ঝড়ে বিপন্ন প্রাণ
মাথার উপর চাই একটুকু ছাদ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন