![]() |
শ্রাবণী পর্বত |
বল্গাহরিণ সিরিজের কবিতা
শ্রাবণী পর্বত
বেরিয়ে পড়ব মনের মধ্যে উঁকি দিচ্ছে অস্থিরতা
শুকনা হয়ে বনের মধ্যে জমে আছে বনের পাতা
মনের খিদে মনে রেখে জীর্ণশীর্ণ শরীর দেখি ক্লান্ত
খাঁচার ভিতর বন্দীপাখি, তেমনি আছি শান্ত
হাতের ভিতর উষ্ণতা চাই, এইতো আঙ্গুল খুলছি
স্মরণ করে আঁকছি আবার হেলায় যাদের ভুলছি
নির্জনতায় জড়িয়ে পড়ার শরীর ছোঁয়া মাদকতা
আবার খুঁজবে বল্গা হরিণ বনের নিবিড় কচিপাতা
দ্রুতগামী অশ্বখুরের আকৃতি ওই সরোবরে
দেখতে পাবে বল্গা হরিণ উছ্বাসে সে কেমন করে
এবার নেবো উচ্ছসিত বনের ভিতর গভীর কিছু
বন্ধু যদি চাও হতে কেউ ধরতে পারো আমার পিছু
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন