![]() |
পাগলী, তোমার সঙ্গে : জয় গোস্বামী |
এক পথ ঘুমন্তের পায়ে
এক পথ নৌকার পারেনি
এক পথ পালকের গায়ে
মা আমি সমস্ত পথ জানি
দিন থামে গাছের তলায়
রাত্রি থামে পরীদের বাড়ি
সিঁড়ি দিয়ে আলো উঠে যায়
মা আমি সমস্ত আলো পারি
এ আকাশ ভাঙা মাঝে মাঝে
ও আকাশ মেঘে আত্মহারা
সে আকাশে নৌকা খোলা আছে
মা, আমি আকাশভরা তারা
মা আমার এক দীঘি জল
সারা গ্রাম করে ছলোচ্ছল ...
`পোড়ামুখী, দু চক্ষের বিষ
ফের তুই প্রেমে পড়েছিস ?'
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন