![]() |
তেমন তেমন সঙ্গী পেলে : কিশলয় গুপ্ত |
তেমন তেমন সঙ্গী পেলে বর্তে যেতাম
শর্তে গিয়ে সুখপাখিটা ধরতে যেতাম
গর্তে বসা ব্যর্থ প্রেমিক পাক করুনা
তাই বলে কী মরতে যেতাম?
তেমন তেমন সঙ্গী পেলে অল্প জলে
হাত ডুবিয়ে দিন কাটাতাম গল্প বলে
নোনতা হাওয়া যতই ঘুরুক বালুচরে
যাবো না বিকল্প দলে।
তেমন তেমন সঙ্গী পেলে খাদের পাড়ে
ঘর সাজাতাম। আঁধার যেতো কাদের ঘাড়ে
পদচিহ্ন আঁকা হয় খুব সহজেই
খুব সহজে চাঁদের ধারে।
তেমন তেমন সঙ্গী পেলে পথের পাথর
টুকরো করে ছড়িয়ে দিতাম হালকা আতর
শব্দের ঘর জ্যোৎস্না দিয়ে পূর্ণ হত
যে হবে হোক ঈর্ষাকাতর।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন