![]() |
আমি চাপাপড়া তৃণলতা : ওয়াহিদা খাতুন |
পাথরটা টেনে তুলে দাও, একটু আলোর দিশা দাও,
অন্ধকার গহ্বরের রুক্ষ প্রাচীর টা ভেঙে দাও, একটু বাতাস নিতে দাও!
এই নির্মম প্রস্তরটাকে গড়িয়ে দাও,
আমি যে পাশ ফিরতেও পারছি না, সাহায্যের হাতটা বাড়িয়ে দাও!
রাতের তারারা ফুটেছে আকাশে, জোনাকিরা বসেছে ঘাসে ঘাসে!
পাষন্ড টা চেপটে রেখেছে আমার শরীর, জরাজীর্ণ কঙ্কালে শায়িত আমি রূদ্ধশ্বাসে!
আজ সবুজের আবরণ নেই, নেই লকলকে মাথা দোলানো আমার শিশির কণার হাসি!
পড়ে আছি কেবল বিচূর্ণ সাদা কঙ্কালে মোড়ানো,
এক টুকরোর সাথে আরেক টুকরো গাঁথা,যেন এক জীর্ণ বাঁশি!
নীল আকাশের সাথে হয়না মিতালী,
পড়ে না পূর্ণিমা চন্দ্রের জগৎ মাতানো কিরণ খেলা!
সহস্র লোকের ভিড়ে,কত পথিকের আনাগোনা,
কত প্রেমিক-প্রেমিকা করে আমার বক্ষে-ই মিলন মেলা!
অনুভব করি তুলি নিরবে কান্নার করতালি!!
সরিয়ে দেয়না কেউ, আসে-খেলে চলে যায়, আকাশে তারারা নিভে যায়!
পশ্চিমে চাঁদটা পাড়ি দেয়, সকালে সূর্যটা পূবের আকাশে উঁকি দেয়!
শুধু ঝরে গাছ থেকে কয়েকটি ঝরাপাতা, চাপা পড়ে থাকি আমি একা তৃণলতা!
পাথরটা টেনে তুলে দাও,বৃষ্টির ধারায় আমাকে ভিজতে দাও!
সূর্যের আলোটা আমাকে একটু পেতে দাও, আমারও গজবে নতুন পাতা!
হাওয়াতে আমিও দোলাবো মাথা, আমি চাপাপড়া তৃণলতা!!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন