![]() |
আমার মাটি : বিমান পাত্র |
এ মাটি তোমার জন্ম দিয়েছে
মানুষ করেছে তোমায়,
কোন সুখে আজ বিদেশে বিভূঁয়ে
তাহারে রেখেছ হেলায়।
যেথায় তোমার সপ্তপুরুষ
মানুষ হয়েছে আদরে,
তাহারে হারাতে চিত্তে তোমার
লজ্জা নাহিক অন্তরে।
হয়ত তোমার নিবাস সেথায়
যতদিন রবে ভুবনে,
ফিরিবে না কভু এ মাটির টানে
এ স্নিগ্ধ শীতল আঙনে।
পরিজন সবে স্মৃতি ধরে রবে
ভ্রান্ত মায়ার বাঁধনে,
অবহেলা যত এ মাটিরে কর
এ মাটি ক্ষমীতে জানে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন