![]() |
শুধু চেয়ে রই : সত্য দেব পতি |
ছন্দ লয় তালের গতি নিয়ে প্রবাহিত জীবন,
নদীর স্রোতে ভেসে যাচ্ছে প্রাণের তরনী-
চড়াই উৎরাই আঁকাবাঁকা গতিপথ,!
কোথাও সুখের অথৈ বন্যা-
কখনো দুঃখের সাগরে ডুবন্ত মন;
চাওয়া পাওয়ার ভীড়ে হারায়ে খোঁজে ভালো বাসা...
গলি থেকে রাজপথে পা বাড়ায় লক্ষহীন সমাজ-
দিগন্তের গোধূলি রং মেখে
মন থাকে সন্ধ্যার কোলে,
রাত হয় গভীর শীতল শরীরে
একটু উষ্ণ বাতাস চায়-
ভোরের পাখির ডাকে ভাঙে
সুখ ; শান্তিময় হয়ে নবীন সূর্য আসে
ভোরের স্নিগ্ধতা মাখা একরাশ আলো নিয়ে,
উদগ্রীব মনের জানলা দিয়ে
প্রবেশ করে নিষ্পাপ ভালোবাসা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন