![]() |
ভাবের দেশে পাড়ি : পুষ্পজিৎ পতি |
আমি ভাবের দেশে পাড়ি জমাই,
গাঁয়ের মেঠো পথ ধরে.
সবুজ-কাকলি উঠান পেরিয়ে
দিগন্ত রেখা ধরে, গোধূলি লগ্নে,
নিরাকারের খোঁজে.
ফেলে আসা অতীত,
যৌবন উন্মত্ত রংবাহারি জীবন,
বিদ্রুপ করে হারমানা জীবনের
তিক্ত অমানবিক সঞ্চয়'কে.
হয়তো কালের ধারা
নতুন আলোর সন্ধানে
আবারও নতুন সূর্য খুঁজবে,
তৈরী হবে নতুন ক্যালেন্ডার.
তবুও তৃস্না মেটানো পাতকুয়ার জলে
ভেসে উঠবে,কালের অন্তরীক্ষে
হারিয়ে যাওয়া মহাকালের ছবি.
আমি তখনও,,,,,,
গেঁয়ো পথ ধরে হেঁটে,
কুজন মাতানো উঠোন পেরিয়ে,
ভবের পারে ভাবের দেশে পাড়ি দেবো....
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন