![]() |
একটু খেলা : রতন বসাক |
মা'গো সকাল থেকে একা
যাচ্ছি আমি পড়ে,
অনেক বেলা বয়ে গেলো
বাঁধিস কেনো ঘরে ?
এবার একটু খেলতে দে'মা
খেলি মনটা খুলে,
প্রতিদিনের এতো পড়ার
চাপটা থাকি ভুলে ।
কথা দিলাম খেলে এসেই
করে নেবো পড়া,
পড়ার জন্য বলনা মা তুই
কেনো এতো কড়া ?
খেলা ছাড়া পড়লে শুধু
হবোই আমি দুর্বল,
শরীরটাক সুস্থ রাখতে
খেলাই হলো সম্বল ।
দেখছি ওরা খেলছে সবাই
সারা মাঠটা জুড়ে,
বলনা কেনো রাখিস মোরে
খেলার থেকে দূরে ?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন