একটু খেলা : রতন বসাক

একটু খেলা : রতন বসাক
একটু খেলা : রতন বসাক 

মা'গো সকাল থেকে একা
     যাচ্ছি আমি পড়ে,
অনেক বেলা বয়ে গেলো
    বাঁধিস কেনো ঘরে ?

এবার একটু খেলতে দে'মা
       খেলি মনটা খুলে,
প্রতিদিনের এতো পড়ার
      চাপটা থাকি ভুলে ।

কথা দিলাম খেলে এসেই
      করে নেবো পড়া,
পড়ার জন্য বলনা মা তুই
     কেনো এতো কড়া ?

খেলা ছাড়া পড়লে শুধু
   হবোই আমি দুর্বল,
শরীরটাক সুস্থ রাখতে
   খেলাই হলো সম্বল ।

দেখছি ওরা খেলছে সবাই
      সারা মাঠটা জুড়ে,
বলনা কেনো রাখিস মোরে
     খেলার থেকে দূরে ?
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.