![]() |
বৃদ্ধ : বিমান পাত্র |
মৃত্যুর নিকট এসে
মৃত্যুরে ভুলিছে
মরিবারে নাহি চায়।
কিছুকাল কাটে
সবে একসাথে
জমায়েত সন্ধ্যায়।
দুঃখের বিনিময়
চাপা নাহি রয়
সন্তপ্ত হৃদয়ে।
সান্তনার বাণী
ব্যথিতেরে দানী
বেদনার প্রতি ঘায়ে।
তার এত দুখে
কেন সে কহিছে
ভাবে সেই নিজে।
আপনার অন্তরের
সীমাহীন দুর্ভোগের
অপরে কহিছে।
ব্যথাগুলো চাপ দেয়
অন্তর চিরিয়া নেয়
দুর্বল শরীরে।
ঠেলাঠেলি করে
প্রবল সজোরে
আসিবারে চায় বাহিরে।
মনের গোপন কথা
প্রকাশি কহিলে তা
দুঃখের কিছু অবসান।
পরিতাপ জীবনের
হয় বুঝি মরণের
দেরি কিছুক্ষণ।
তবু অন্তর বিদীর্ণ হয়
নয়নের জল বয়
দুর্বলের দু:খে।
আপনার দুঃখ বাড়ে
হতাশার অন্ধকারে
সমদুঃখী নিজে।
এইভাবে নিয়তির
নিষ্ঠুর প্রকৃতির
নিদারুণ যাতনায়।
সন্ধ্যার আসরের
হতভাগ্য বৃদ্ধদের
একে একে সরে যায়।
তারপর জীবনের
শেষ শিখা প্রদীপের
জ্বলে কিছুক্ষণ।
বেদনার আঘাতে
ক্ষণকাল মৌনতে
চীরশান্ত এ জীবন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন