![]() |
সিঁড়ি ভাঙা জয় : মেহেদী পাতা |
বাদামী রঙের খেলার মাঠ শৌখিন নয়, পোক্ত
পুরুষের পেটানো বুক, সময় যাতে নিশ্চিন্তে ক্যাটওয়াক করে
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলেছে, আয়োজক এক নামী পত্রিকা
প্রতিযোগী নানা বয়েসের, কবিতা পিঠকুলো করে দাঁড়িয়ে আছে মাঠের একপাশে
ঠিক একশো গজ দূরে সূতোয় ঝোলানো সোনার বিস্কুট
কালোবাজারি মাল নয়, নজরানা
যে যার মতো ছুটছে হাঁটছে খোঁড়াচ্ছে, দুই তিন চার পাঁচ
টাচ লাইন ছোঁবার আগেই কবিতা গড়িয়ে পড়ে যাচ্ছে পিঠ থেকে
শুধু একজন ছিনিয়ে নিয়েছে সোনালী খাবার
ছোটার মতো ছোটো, ডাকযোগে তুমিও পাবে পত্রিকার উৎসব সংখ্যা।
...মেহেদী পাতা ।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন