![]() |
সন্ধান : মনোনীতা চক্রবর্তী |
আগুন ছিঁড়ে গ্যাছে বহুকাল...
অস্থির সে-শিখা বোরখার আড়ালে আবার কখনও
ইকারুসের পালকের ওমে নিশ্চিন্তে...
আগুন মরে না,যদিও মরে যায় আলো
যেমন ক্ষিদে মরে না, মরে পেট...
এভাবেই চার-দশ হয়ে ওঠে সাধকের ছন্দ,
সাধিকার নুপুর...
ঝুমঝুম এগিয়ে যায় নিস্তেজ রাত
চাঁদহীন, চাওয়াহীন...
আর-এক আগুনের খোঁজে
প্রস্তুত হও পৃথিবী
'শান্তিজল' হাতের কাছেই রেখো...
1 Comments:
আহা!!! কবি
একটি মন্তব্য পোস্ট করুন