![]() |
আজ আমি আবার একা : সৈয়দ সওকাত হোসেন |
পথ চলতে চলতে থমকে গেছি শেষ বাঁকে
মাঝ পথেই সে হারিয়ে গেছে
সাথে থাকার কথা ছিল রাতজাগা পাখিটির
ভোর হওয়ার অনেক আগেই উড়ে যায়
তাই কখনও জোছনায় ভিজতে ভিজতে
আবার কখনও আঁধারকে সাথী করে
একা একা রাত জাগা
একাকীত্ব নিয়ে আজ আমি আবার একা ।
জেগেজেগে একচিলতে স্বপ্নে দেখলাম
কয়েক ফোঁটা বৃষ্টি
জানালার পর্দা ছুঁয়ে ডাকছে আমায়
কার্তিকের হিমেল বাতাসে তখন
আধভেজা আঁচলের চেনা গন্ধ
তাই নিয়েই আজ আমি আবার একা ।
কিছু কষ্টের কোনও সমাধান থাকে না
সময়ের সাথে অভ্যাস হয়ে যায় ।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন