![]() |
কর্ণধর মন্ডল |
''আমার সোনার বাংলা'' মাগো...
জন্মেছি 'মা' তোমার শান্ত-স্নিগ্ধ বুকে।
ধন্য হলো তোমার কোলে জন্ম নিয়ে,
আছি কতো না আনন্দময় সুখে।
এই রাস্তা এই মাঠ কত যে প্রিয়,
কত চেনা কত জানা কত যে আপনজন।
তোমায় ছেড়ে কখন 'মা'গো যাবোনা দুরে,
এটাই মোরা শপথ নিয়ে করেছি পণ।
সদাই বহে স্নিগ্ধ দখিনা বাতাস,
তোমার কোমল বক্ষ মাঝার হতে।
এই ''সোনার বাংলা'' ছেড়ে 'মা'গো,
মন চাহে না অন্য কোথাও হারিয়ে যেতে।
তোমার বক্ষে,তটিনী বহে আপন ছন্দে-আপন খেয়ালে,
একই গতি,একই স্রোতের উজান ধারাতে।
এমন দৃশ্য 'মা'গো দেখতে চাই যুগ যুগ ধরে,
মন চাহে না তোমায় ছেড়ে একা চির-বিদায় নিতে।
''আমার সোনার বাংলা'' মা'গো.....
আমি শুধু তোমায় ভালোবাসি।
সদাই যেন মা'গো দেখতে পাই,
তোমার স্নিগ্ধ মুখে মুক্ত ঝরা কোমল হাসী।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন