তুহিন সাজ্জাদ সেখ |
মোল্লা পাড়ার বাউন্ডুলে এক ছেলে
খায়দায় ঘুরে বেড়ায় আর আপনমনে খেলে
দিনের শুরু করে যেমন তেমন
সারাটা দিন বাজনা বাজায় হরেক রকম
সব ভালো তার হয়না শুধু লেখাপড়া
সব ব্যপারে নাক গলায় মন্দ কেবল উপরিপড়া
ঘুম ভাঙ্গে তার ভোরের আজান শুনে
নতুন কিছু ভাবতে ভাবতে ওঠে চিন্তা হীন মনে
ভারি মজা করে যখন স্কুলেতে যাই
পড়াশোনা বাদে সবই করে মজায় মজায়
স্কুলের ওই নিয়ম মানতে ইচ্ছে না করে
খোলা হাওয়ায় মুক্ত মনে ভাবতে ভালবাসে
লালুর মতো স্বভাব তার বেজায় ছটফটে
পরের কাজ করে আনন্দেতে চটপটে
সারাটা দিন ব্যস্ত যেন দত্ত পুকুর লোকাল
সব কাজে তার অবাধ দখল যেন কাজের আকাল
সভা মাঝে মোড়ল মশাই আসেন তাড়াতাড়ি
সব সময়ই বাজনা বাজায় আর কথার তুবড়ি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন