নির্মাণ : সঙ্গীতা মাইতি

সঙ্গীতা মাইতি
নির্মাণ

ঈষৎ ভুলে গেছি,ঈষৎ মনে আছে পাখিদের নীড় নির্মাণ
তবু চেষ্টা শব্দ দিয়ে দেহজ ফসল বুনবার-

একমুঠো প্রেম,
               দু-মুঠো নিসর্গ,
                               একটা পাখির শিস্

আর কি মেশাই?

তোমার অহংকার-

যেটা না মেশালে আটপৌরে থেকে যাবে আমার কবিতার উঠোন।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.