সাগর কুন্ডু # আজ চিত্তরঞ্জন রেলওয়েজ এমপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হল চিত্তরঞ্জন জি.এম অফিসের গেটে। কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতি ও চাকরীজীবীদের ক্ষেত্রে নতুন নতুন বঞ্চনামূলক নিয়ম তথা প্রচলিত শ্রম আইন ভঙ্গ করে আট ঘন্টা কাজের সময়ের পরিবর্তে ১২ ঘন্টা কাজের আইন আনতে চলেছেন কেন্দ্রীয় সরকার। অমানবিক এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাল চিত্তরঞ্জন রেলওয়েজ এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা।
চিত্তরঞ্জন রেলওয়েজ এমপ্লয়িজ ইউনিয়নের নেতা প্রদীপ ব্যানার্জী জানান, সমস্ত রাষ্ট্রায়াত্ব সংস্থাকে বিক্রি করে দিচ্ছে সরকার। ইন্ডিয়ান রেলে কয়েক লক্ষ শূন্য পদ থাকলেও নিয়োগের কথা বলছে না সরকার। অন্যদিকে সরকারি কোটি কোটি টাকা ব্যয় করে অযোধ্যায় রামমন্দির করা হচ্ছে। তিনি আরও জানান, একদিকে করোনা সমস্যায় জর্জড়িত মানুষের চিকিৎসার জোগান নেই, মানুষ অনাহারে মরছে। চাকরি নেই। ঘরে খাবার নেই। এসব থেকে মানুষকে ভুলিয়ে রাখতে কখনও তৈরি হচ্ছে রামমন্দির, কখনও তৈরি হচ্ছে স্ট্যাচু। রেল থেকে কোল ও টেলিকম যে কোনও সংস্থাকেই অনায়াসে বিক্রি করে দিচ্ছে এই মৌলবাদী, ফ্যাসিবাদী কেন্দ্রীয় সরকার।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন