![]() |
মুশল পর্ব : বিষ্ণু পদ মাহান্তি |
আমরা সবাই রাজা।
গণতান্ত্রিক অধিকারের অদ্ভুত রসায়নে
আমরা শাসক।
অবাঞ্চিত শব্দাবলীর বাক্যবাণে মূঢ় জনতার হৃদয়ে গেঁথে যায় আশাবরির মালা।
নির্দেশক শুন্য দলীয় নীতি
হার মানে জনতা রাজের কারাগারে।
পক্ষ বিপক্ষ মায়াবী লোভে
হাত মেলায় ।
সুপ্ত আক্রোশের গ্লেসিয়ার স্তব্ধ করেছে কয়েক দশকের লেলিহান শিখা।
তারপর
ধারাপাতের অঙ্ক খসে পড়ে ইতিহাসের নিয়ম রক্ষায়।
দলপতির অন্ধ আনুগত্যে
বিধান ভঙ্গ হয়।
স্বয়ং বিধাতা পারেনি ঠেকাতে
ধংস যদু বংশ।
হাঁসছে জাতিস্মর ।
সমুদ্র কিনারের ফেনিল উচ্ছলতায় মুছে যায় পূর্ব জন্মের স্মৃতি।
2 Comments:
মুষল পর্ব হবে।মিসটেক হয়েছে।
Thanks Gurudev.... Eta Lekhar jonyo.... R mushol parva.... Proti era tei ekbar aase.....tai valo kichur jonyo wait kra jaak
একটি মন্তব্য পোস্ট করুন