![]() |
চেতনায় বঙ্গবন্ধু : মিঠুন রায় |
লক্ষ মানুষের বুকের মাঝে বেঁচে আছ তুমি, প্রিয় বঙ্গবন্ধু।
রক্তিম সূর্যের দিকে তাকিয়ে, তোমাকে স্মরণ করে দাঁড়াব রণাঙ্গনে
তোমার সংগ্রামী জীবনে প্রত্যয় সকল,
তুমি আশার আলো আমাদের জীবনে,
সোনার বাংলা সৃজন করেছ তুমি
তোমাকে কি ভুলিতে পারি?
নীল আকাশে স্বাধীনতার সূর্য উঠেছে আজ,
হে বঙ্গবন্ধু,লহ প্রণাম।
জাতির পিতা তুমি,
রাষ্ট্রের কারিগর তুমি,
দেশের পতাকায় আজ ফুটে উঠেছে চেতনার মানচিত্র,
বাংলা মায়ের মুখে আজ তুমি ফুটিয়েছ হাসি,
হে চিরস্মরণীয় বীর,
তোমায় প্রণতি করি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন